স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ট্রেনে কাটা পড়ে রাবিয়া খাতুন (৪২) নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার (১ জানুয়ারি) সকালে উপজেলার শাহজিবাজার রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবিয়া খাতুন চুনারুঘাট উপজেলার লালচান্দ গ্রামের ছিদ্দিক মিয়ার মেয়ে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আলী জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com