স্টাফ রিপোর্টার ॥ আনন্দ টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি শেখ শাহাউর রহমান বেলালের পিতা প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা শেখ মুখলিছুর রহমান জেহাদী (রহঃ) ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ মাগরিব শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের দারুস সালাম মুখলিছিয়া দরবার শরীফ কেশবপুর সাহেব বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে আলোচনা করেন হযরত মাওলানা বিলাল হোসাইন সুরে বেলালী, মাওলানা এমদাদুল হক, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আবু বকর সালেহী, হাফেজ জাবেদ উল্লাহ বসরী আল ক্বাদরী।
প্রসঙ্গত, ২০২১ সালের পহেলা জানুয়ারি মাওলানা শেখ মুখলিছুর রহমান জেহাদী ইন্তেকাল করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে নিজ বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com