লিটন পাঠান, মাধবপুর থেকে ॥ দ্বিতীয় বারের মতো হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মাধবপুর থানার ওসি মোঃ রকিবুল ইসলাম খান। মাদক, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, পেশাদার অপরাধী ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় অভিন্ন মানদন্ডে দ্বিতীয় বারের মতো তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়। বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ আয়োজিত পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার এসএম মুরাদ আলির কাছ থেকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর সম্মাননা স্মারক ও ক্রেস্ট গ্রহণ করেন ওসি মোঃ রকিবুল ইসলাম খান।
পুলিশ সুপার এস এম মুরাদ আলির সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খলিলুর রহমান, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তী সহ হবিগঞ্জ জেলার বিভিন্ন থানা থেকে আগত ওসি, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অন্যান্য অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com