লিসডার সনদ বিতরণ ও আলোচনা সভা বুধবার বিকেলে লিসডা হলরুমে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ এএসএম মহসিন চৌধুরীর পরিচালনায় সনদ বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর আতাউর রহমান। কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে দ্বায়িত্বে ছিলেন ডা: দেব জ্যোতি সরকার, ট্রেইনার সেন্টু গোমেজ, ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল মো: সহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন সৈয়দ রাসেল ট্রেইনার, টিএম বাসির ট্রেইনার, আসিকুর রহমান টিএসএফ প্রতিনিধি, সৈয়দ আদিল, ম্যানেজার মনি দাস, জয় দ্বিপ কুরী রৌদ্র, হৃদয় মিয়া ও শিক্ষার্থীবৃন্দ।
সভায় বক্তাগণ বলেন- কারিগরি শিক্ষা অর্জন করে কেউ বেকার থাকে না। দেশে বিদেশে কর্ম সংস্থানের মাধ্যমে নিজেদের ভাগ্যের উন্নয়ন করা যায়। লিসডা ট্রেনিং ইনস্টিটিউট ২০০০ সাল থেকে হবিগঞ্জে বিভিন্ন কর্মমুখী, বৃত্তিমূলক, কারিগরি ও বাস্তবমুখী প্রশিক্ষণ দিয়ে বেকারত্ব দূরীকরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সরকারের পাশাপাশি অপরিসীম ভূমিকা রেখে আসছে। এ জন্য লিসডা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com