উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ কায়স্থগ্রাম এলাকায় অবৈধভাবে এস্ককাভেটর (ভেকু) দিয়ে পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে পারকুল গ্রামের বকুল মিয়ার ছেলে নজরুল ইসলাম ও ছৈদ উল্লার ছেলে মানিক মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার বলেন, অবৈধ মাটি/বালু উত্তোলনের বিরুদ্ধে জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com