স্টাফ রিপোর্টার ॥ জাল-জালিয়াতি মামলার প্রধান আসামি নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ ইউনিয়নের মেম্বার মাহবুবুল আলম খসরুকে (৪০) গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। ১৪ নভেম্বর দুপুরে সদর মডেল থানার এসআই জয়পাল ও ডিবি পুলিশের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আউশকান্দি থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে আদালতে জাল জালিয়াতির ঘটনায় বিচারক মামলা করার নির্দেশ দেন। এর প্রেক্ষিতে পুলিশ বাদি হয়ে তার বিরুদ্ধে মামলা করলে তিনি গ্রেফতার এড়াতে পালিয়ে আত্মগোপনে থাকেন। বুধবার মেম্বার খসরুকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত মাহবুবুল আলম খসরু উপজেলার জিয়াপুর গ্রামের মৃত বাদশা মিয়ার পুত্র ও দিঘলবাগ ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com