বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভা
মোঃ মামুন চৌধুরী ॥ দুর্গাপূজা উপলক্ষে শায়েস্তাগঞ্জে বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হক কামাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ ভূঞা। উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র জালাল উদ্দিন মোহন, নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতনসহ পূজা কমিটির নেতৃবৃন্দ। সভায় জানানো হয়, দুর্গাপূজায় উপজেলার প্রতিটি মন্ডপে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com