স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার করাব গ্রামে ভাড়া দেয়া-নেয়াকে কেন্দ্র করে হামিদুর রহমান (২৮) নামে এক টমটম চালককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
জানা যায়, করাব গ্রামের মুজিবুর রহমানের পুত্র হামিদুর রহমান টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করেন। মঙ্গলবার ভাড়া দেয়া-নেয়াকে কেন্দ্র করে একই এলাকার তাজুল ইসলাম ও সাহিদ মিয়ার সাথে চালক হামিদুরের বাকবিত-া হয়। এ ঘটনার জের ধরে বুধবার বিকেলে হামিদুর রহমান টমটম নিয়ে হবিগঞ্জ আসার পথে ফজলু মিয়া মেম্বারের বাড়ির সামনে টমটম আটকে ভাংচুরসহ হামিদুরকে পিটিয়ে আহত করা হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com