কাজী মাহমুদুল হক সুজন ॥ চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে পর্যটক এবং ত্রিপুরা পল্লীর জনসাধারণ চলাচলের জন্য ভেঙ্গে যাওয়া ব্রীজটি নিজ অর্থায়নে নির্মাণ করার ঘোষণা দিলেন সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। মঙ্গলবার দুপুরে সাতছড়ি পরিদর্শনে এসে ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন। এ ব্রীজটি হবে ব্যারিস্টার সুমনের ৪৯তম ব্রীজ। এই ব্রীজ নির্মাণ ব্যয় তার ব্যক্তিগত তহবিল থেকে করা হবে। ব্রীজটি নির্মাণ হলে সাতছড়িতে আসা দেশী বিদেশি হাজার হাজার পর্যটক ও স্থানীয় ত্রিপুরা পল্লীর বাসিন্দারা উপকৃত হবেন।
ব্যারিস্টার সুমন তার ফেসবুক পেজে আপলোড করা ভিডিওতে বলেন, ছোট এই পাহাড়ি জনগোষ্ঠী ও জাতীয় উদ্যান সাতছড়ির পর্যটকদের জন্য জনপ্রতিনিধিসহ কেউ দাঁড়ায়নি। আমি যেহেতু চুনারুঘাট উপজেলার সন্তান সেই দায়িত্ব থেকেই আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এসময় সাতছড়ির ত্রিপুরা পল্লীর বাসিন্দরা আনন্দে কেঁদে ফেলেন। তিনি বলেন- বৃহস্পতিবার থেকে ব্রীজ নির্মাণের কাজ শুরু হবে যাতে দুর্গাপূজার আগেই শেষ করা যায়। এসময় অন্যান্যের মাঝে সাতছড়ির ত্রিপুরা পল্লীর হেডম্যান চিত্তরঞ্জন দেব বর্মাসহ পল্লীর লোকজন, সাংবাদিক ও পর্যটকরা উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com