এসএম সুরুজ আলী ॥ আগামীকাল সোমবার পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহাকে সামনে রেখে ধর্মপ্রাণ মুসল্লীরা কোরবানীর পশু ক্রয় করেছেন। যারা ক্রয় করেননি আজ রবিবার সারাদিন ও সারারাত কোরবানীর পশু ক্রয় করতে পারবেন। ঈদকে সামনে রেখে মুসল্লীরা কোরবানীর পশু জবাইয়ের ছুরি, মাংস বানানোর দা’সহ লোহার তৈরি সকল উপকরণ ক্রয় করার পাশাপাশি মাংস রান্নার মসলা ক্রয় করেছেন। আবার অনেকেই নতুন জামা, কাপড়, পাঞ্জাবীও ক্রয় করেছেন। সব মিলেই ঈদ উদযাপনের প্রস্তুতি নিয়েছেন মুসল্লীরা। ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী, প্রায় সাড়ে চার হাজার বছর আগে মহান আল্লাহর নবী হযরত ইব্রাহীম (আ:) এর ঈমানের পরীক্ষা নেয়ার উদ্দেশ্যে তার একমাত্র ছেলে হযরত ইসমাইলকে কোরবানী করার নির্দেশ দিয়েছিলেন। নবী হযরত ইব্রাহীম (আ:) এর সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার স্মরণে এ দিন স্বচ্ছল মুসলিমরা পশু কোরবানী করে থাকেন।
ঈদের নামাজ আদায় শেষে প্রতিপালকের সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলিমরা পশু কোরবানী করবেন।
শান্তিপূর্ণভাবে ঈদুল আজহা পালনের জন্য গোটা হবিগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ ছাড়াও ঈদুল আযহা উপলক্ষে জেলা কারাগার, হাসপাতাল, সরকারি শিশু কেন্দ্র ও আশ্রয় কেন্দ্রগুলোতে বিশেষ খাবার পরিবেশন করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com