পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে হবিগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ এলাকা পরিদর্শন করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান। শনিবার দুপুরে তিনি ঈদগাহে যান। তিনি ঈদগাহের আশপাশে হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেন। ঈদগাহের দক্ষিণ গেইটের পার্শ্বে রাস্তা ও ড্রেন ভাঙ্গার কারণে জমে থাকা পানি অপসারণের ব্যাপারে তিনি পৌরসভার প্রকৌশলীর সাথে আলাপ করেন। তিনি তাৎক্ষণিকভাবে রাতের বেলা ওই রাস্তা কেটে পাইপ বসানোর উদ্যোগ নেন। রাতের বেলা কাজ চলাকালে তিনি ঈদগাহ এলাকা পুনরায় পরিদর্শন করেন। একই রাতে তিনি ঈদগাহ রোডের পার্শ্বে পৌরসভার রাত্রীকালীন পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন করেন। এ সময় তিনি এলাকাবাসীর সাথে আলোচনা করেন। মেয়র বলেন পবিত্র ঈদুল আযহার জামাতে যাতে কোন সমস্যার সৃষ্টি না হয় সে কারণে অস্থায়ীভাবে এই ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, ঈদের পর এই স্থানে জলাবদ্ধতা নিরসনে স্থায়ীভাবে রোডক্রসিং ড্রেন নির্মাণের ব্যবস্থা করা হবে। মেয়র বলেন পবিত্র ঈদুল আযহা যাতে হবিগঞ্জ পৌরসভার সকল নাগরিক ধর্মীয় ভাবগাম্ভীর্য্য ও আনন্দঘন পরিবেশে পালন করতে পারেন সে ব্যাপারে হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন সেবামুলক তৎপরতা অব্যাহত রয়েছে। রোডে পাইপ স্থাপনের কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর শেখ মোঃ উম্মেদ আলী শামীম ও মোঃ আলমগীর। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com