আলাউদ্দিন আল রনি, মাধবপুর থেকে ॥ বাংলাদেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়সল এর পক্ষ থেকে হবিগঞ্জের মাধবপুরে এক হাজার চার শত শিক্ষার্থীর মধ্যে এস.এম.ফয়সল মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার উপজেলার ২৯টি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার এসব গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ২৮ লাখ টাকা বিতরণ করা হয়। সায়হাম গ্রুপের কর্মকর্তারা, বিদ্যালয় পরিচালনা কমিটি ও স্ব স্ব বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তির অর্থ তুলে দেন।
আনুষ্ঠানিকভাবে মেধাবৃত্তি তুলে দিয়ে আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়সল বলেন- কিশোর কাল থেকেই স্বপ্ন ছিল মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করা। মহান রাব্বুল আলামিন আমার সে স্বপ্ন পূরণ করেছেন। এলাকায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে বেকার সমস্যার কিছুটা সমাধান করেছি। এলাকার রাস্তা-ঘাট করেছি। শিক্ষা বিস্তারের জন্য স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। যারা গরীব ও মেধাবী শিক্ষার্থী রয়েছে তাদেরকে মেধাবৃত্তি দিয়ে কিছুটা সহযোগিতা করে যাচ্ছি। এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সায়হাম গ্রুপের অন্যতম পরিচালক আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান বলেন- সায়হাম গ্রুপ সব সময়ই মানবতার সেবায় নিয়োজিত ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।