জাতীয় শিক্ষা পদক-২০২৩ এ যে সব শিক্ষকেরা প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকেন তাঁদের প্রতি বছর উপজেলা ভিত্তিক শ্রেষ্ঠ উপাধিতে বিভিন্ন ক্যাটাগরিতে নাম ঘোষণা করা হয়। লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়নের গুনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব সুভাষ আচার্য্যকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর নাম ঘোষণা করেন। পাঠদানের পাশাপাশি অন্যান্য পারদর্শিতার কথা বিবেচনা করে এ শ্রেষ্ঠত্বের নাম ঘোষণা করা হয় প্রতি বছর। তিনি মুজিববর্ষে বঙ্গবন্ধুকে নিয়ে ‘শত কবিতায় বঙ্গবন্ধু’ ও ‘গুরুগৃহে উচ্চারণ শিক্ষা’ নামে দুটি প্রকাশনা উপহার দেন। যা শিক্ষা ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com