নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জের অলিপুরে মোবাইল চুরির প্রতিবাদ করায় ব্যবসায়ী মোঃ নয়ন মিয়ার উপর মাধবপুরের নোয়াপাড়ায় অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর গ্রামের মোঃ নাছির মিয়ার ছেলে মোঃ নয়ন মিয়া বাদী হয়ে ৫জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
আহত নয়ন মিয়া বলেন- মাসখানেক পূর্বে অলিপুর স্কয়ার কোম্পানীর গেইটের কাছ থেকে এক শ্রমিকের মোবাইল ফোন ছিনতাইকালে অন্য শ্রমিকরা মিলে দুই ছিনতাইকারীকে আটক করে। এর পাশ দিয়ে যাওয়ার সময় আমি এগিয়ে গিয়ে মোবাইল চুরির ঘটনার প্রতিবাদ জানাই।
১০ সেপ্টেম্বর দুপুরে ব্যবসা সংক্রান্ত কাজে আমি নোয়াপাড়া বাজারে বন্ধু ফাহিম খাঁনের কাছে গিয়ে হাওলাদ হিসেবে ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে বাড়ির দিকে রওনা দেওয়ার প্রস্তুতি নেই। এ সময় সিএনজি স্ট্যান্ড থেকে আলমগীর, বাঁধন, ইয়াছিন মিলে আমাকে জোরপূর্বক অজ্ঞাত সিএনজিতে উঠিয়ে আইবি স্কুল মাঠে নিয়ে মারপিট করে। পরে আমাকে নোয়াপাড়া চা বাগানে যাওয়া হয়। সেখানে তারা ও তাদের অপর সঙ্গীরা মিলে মারপিট করে আমার কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ও প্রায় ৮৮ হাজার মূল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও আমার বন্ধু ঘটনাস্থল থেকে আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। থানায় অভিযোগ করায় আসামীরা আমাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করায় আতঙ্কের মাঝে বসবাস করছি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com