স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার আয়োজনে জেলা পর্যায়ে মানবাধিকার রক্ষকদের মাসিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিকেলে হবিগঞ্জ উন্নয়ন সংস্থার সম্মেলন কক্ষে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক হবিগঞ্জ জেলা কমিটির আহবায়ক মোহাম্মদ শাবান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বিশেষ অতিথি ছিলেন হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক হবিগঞ্জ জেলা কমিটির সদস্য ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ। হবিগঞ্জ উন্নয়ন সংস্থার কো-অর্ডিনেটর আরেফ আলী মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশ নেন এমএসএফ’র স্টিয়ারিং কমিটির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট তাহমিনা খান, স্টিয়ারিং কমিটির সদস্য ও ব্র্যাকের জেলা সমন্বয়ক মোঃ আতাউর রহমান, স্টিয়ারিং কমিটির সদস্য জাহানারা আক্তার বিউটি, স্টিয়ারিং কমিটির সদস্য ব্যাংকার মোহাম্মদ আব্দুল্লাহ, স্টিয়ারিং কমিটির সদস্য ও হবিগঞ্জের মুখ পত্রিকার সহযোগী সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, স্টিয়ারিং কমিটির সদস্য ও এশিয়ান টিভি হবিগঞ্জ প্রতিনিধি এসএম সুরুজ আলী, স্টিয়ারিং কমিটির সদস্য অপরেশ দাশ, লীলা নাগ, কহিনুর আক্তার, অ্যাডভোকেট শায়লা খান, ইভা আক্তার তালুকদার ও মোছাঃ ফেরদৌস আরা বেগম প্রমূখ। এ ছাড়াও সংলাপে সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, ব্যাংকার, এনজিও প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com