ইয়াবা ও গাঁজা উদ্ধার
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার লেঞ্জাপাড়া গ্রামের জুয়েল মিয়ার বাড়ি থেকে ১০০ পিস ইয়াবা ও ৩শ’ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল শনিবার সকালে ডিবির ওসি নুরুল হক মামুনের নির্দেশে এসআই রিয়াজ উদ্দিনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো- নুরুল হকের পুত্র হোসাইন মিয়া (২৪), দুলাল মিয়ার পুত্র রিফাত হোসেন হৃদয় (২০) ও উবাহাটা গ্রামের মৃত ফারুক মিয়ার পুত্র বিল্লাল মিয়া (৩০)। পরে আটককৃতদের কাছ থেকে উল্লেখিত মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com