স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের ২ দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। শনিবার নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে নবীগঞ্জ এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন দিলারা হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেলের সঞ্চালনায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান শাহারীয়ার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, উপজেলা পজীপ কর্মকর্তা শাকিল আহমদ। প্রশিক্ষণে মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ওয়েব ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল ফ্যাসিলেটেটর শাহজাহান মিয়া, সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির যুগ্ম সম্পাদক ইমদাদুল হোসেন খান। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক ও ক্রিশ্চিয়ান এইড’র কারিগরি সহযোগিতায় প্রশিক্ষণ কর্মসূচী বাস্তবায়ন করে এনজিও ওয়েভ ফাউন্ডেশন। প্রশিক্ষণার্থী হিসেবে উপজেলার বিভিন্ন পেশার ২৫ জন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি অংশ নেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com