সুমন আহমেদ বিজয় ॥ লাখাইয়ে সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় ৫ জনকে অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। গতকাল সোমবার বুল্লা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লাখাই’র সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান। অভিযানকালে সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় জরিমানা আদায় করা হয় ও আইন অমান্য করায় ৫ জনকে অর্থদন্ডে দন্ডিত করা হয়। তাছাড়া সড়ক পরিবহন আইন সম্পর্কে সকলকে সচেতন করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সহায়তা করে লাখাই থানা পুলিশের একটি টিম।
সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান জানান- জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com