স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরীর বড় ভাই, ঢাকা ব্যাংক ও ওয়ান ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বাদ মাগরিব হবিগঞ্জ আহছানিয়া মিশনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামে মায়ের নামে প্রয়াত আশফাক উদ্দিন চৌধুরী প্রতিষ্ঠিত মহিলা এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রাইম ইউনিভার্সিটির প্রাক্তন চেয়ারম্যান আশফাক উদ্দিন চৌধুরী ২০২২ সালের ৪ সেপ্টেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি ৩ ভাই, স্ত্রী ও ৩ পুত্রসন্তান রেখে গেছেন।
আশফাক উদ্দিন চৌধুরী ঢাকা ব্যাংক এবং ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালীন হবিগঞ্জের অনেক শিক্ষিত তরুণ-তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। বিভিন্ন সামাজিক কর্মকা-ে জড়িত হয়েও তিনি তাঁর জীবনকে সমৃদ্ধ করেন। আশফাক উদ্দিন চৌধুরী স্বাধীনতার পূর্বে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ ছাত্র সংসদের জিএস ছিলেন।