স্থানীয় সরকার বিভাগের কর্মশালায় হবিগঞ্জ পৌরসভার প্রাথমিক স্বাস্থ্যসেবা বাস্তবায়ন কর্মপরিবল্পনা উপস্থাপিত
স্টাফ রিপোর্টার ॥ প্রাথমিক স্বাস্থ্য সেবা’র উপর সিলেটে অনুষ্ঠিত এক কর্মশালায় হবিগঞ্জ পৌরসভার প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের কার্যক্রম উপস্থাপিত হয়েছে। শনিবার দিনব্যাপী এ কর্মশালা সিলেট গ্রান্ড প্যালেস এন্ড রিসোর্টে অনুষ্ঠিত হয়। দেশের ১১টি পৌরসভা এবং ৩টি সিটি কর্পোরেশনের প্রাথমিক স্বাস্থ্যসেবার উপর আয়োজিত এ কর্মশালার শিরোনাম ছিল ‘ওয়ার্কশপ অন ডেভেলাপিং এন্ড ইমপ্লিমেন্টিং প্রাইমারী হেলথ কেয়ার প্ল্যানস, লেসনস লার্নড এন্ড বেস্ট প্রাকটিসেস’। ইউএসএআইডি লোকাল হেলথ সার্ভিস সাসটেইনএবিলিটি প্রজেক্ট এর সহযোগতিায় স্থানীয় সরকার বিভাগের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ ইবরাহিম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের মনিটরিং ও মূল্যায়ন বিভাগের মহাপরিচালক ডা. সারোয়ার বারী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, ইউএসএআইডি এলএইচএসএস প্রজেক্ট এর চীফ অব পার্টি রাজিব আউজা। কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন) ড. মলয় চৌধুরী। কর্মশালায় নাটোর ও সিলেট সিটি কর্পোরেশনের পাশাপাশি হবিগঞ্জ পৌরসভার প্রাথমিক স্বাস্থ্য সেবা বাস্তবায়ন পরিকল্পনার উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী।
হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম তার বক্তৃতায় বলেন- হবিগঞ্জ পৌরসভা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সহযোগিতায় প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের মাধ্যমে পৌর নাগরিকদের সাধারণ স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করছে। মূলতঃ হবিগঞ্জ পৌর এলাকার ৯টি ওয়ার্ডের নাগরিকদের স্বাস্থ্যসেবা নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্যে ২০২৪ সালে আরো একটি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র চালুর কর্মপরিকল্পনা নেয়া হয়েছে। কর্মশালায় দেশের ১১টি পৌরসভার মেয়র ও পৌর নির্বাহী কর্মকর্তাগণ, ৩টি সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌরসভার স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এবং স্থানীয় সরকার বিভাগের উর্ধতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। মেয়র আতাউর রহমান সেলিমের নেতৃত্বে হবিগঞ্জ পৌরসভার টিমে স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর সফিকুর রহমান সিতু এবং পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী অংশ নেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com