সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন, ঘর-বাড়ি লুণ্ঠন, মা বোনদের শ্লীলতাহানি ও পৈশাচিক অক্রমণের প্রতিবাদে বাংলাদেশ হিন্দু যুব পরিষদ হবিগঞ্জ জেলা শাখা, পৌর শাখা, সনাতন বিদ্যার্থী সংসদ, শাল্লা ছাত্র সংসদ, হিন্দু ছাত্র মহাজোটসহ বিভিন্ন হিন্দু ছাত্র ও যুব সংগঠন এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে বিক্ষোভ মিছিল শেষে পথসভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু যুব পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও ৩নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর পান্না কুমার শীল। পথসভা সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ হিন্দু যুব পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক গৌতম দাশ গুপ্ত রাহুল। এছাড়াও পথসভায় হিন্দু ছাত্র ও যুব সংগঠন এর নেতাদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু যুব পরিষদ হবিগঞ্জ পৌর শাখার সভাপতি রুবেল দাশ, সাধারণ সম্পাদক মিহির যাদব দাস, মহিলা বিষয়ক সম্পাদিকা ও ১,২,৩ নং ওয়ার্ড এর সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রিয়াঙ্কা সরকার, সনাতন বিদ্যার্থী সংসদ এর সাবেক সভাপতি সুমন গোপ সৌরভ, বর্তমান সভাপতি রাহুল চক্রবর্তী, শাল্লা ছাত্র সংসদ এর পক্ষ থেকে জুয়েল দাশ, ছাত্রলীগ নেতা সমীর দাশ সৌমিক, বিক্রম চন্দ প্রমুখ। এছাড়াও বিভিন্ন সংগঠন এর হিন্দু নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন রামু রায়, মৃণাল বাবু, রূপক দাশ নয়ন, সঞ্জীব সরকার জনি, অধীর গোপ, তাপস বণিক, রাজীব শীল রাজু, আই ডি মিন্টু, অনিক রায়, স্বপন রায়, মিঠুন, বিকাশ দাশ, জয়ন্ত রায়, পলাশ সাহাজী, মিঠু রায়, রাজন রায়, তপু পাল, নিলয় তালুকদার, সুদীপ দাশ জয়, উচ্ছ্বাস দাশ, রিংকু সূত্রধর, সুব্রত গোপ, মিথিন, সুভন, দীপংকর রায় প্রমুখ।
হিন্দু যুব পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি পান্না কুমার শীল বলেন, আমরা হিন্দু। আমরা বাংলাদেশী। এই দেশ আমাদের দেশ। আমাদের আন্দোলন শুধুমাত্র সন্ত্রাসী ও দুর্বৃত্তদের বিরুদ্ধে। সন্ত্রাসীরা কোন ধর্মের নয় কোন দলের নয়, তাদের একটাই পরিচয় তারা দুস্কৃতিকারী, তারা সুযোগসন্ধানী। তারা নিজেদের ব্যক্তি স্বার্থের জন্যই এইগুলো করে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রদায়িকতা মুক্ত, উগ্রবাদীতা মুক্ত, সন্ত্রাসবাদীতামুক্ত একটি দেশ হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। প্রধানমন্ত্রী কখনো কোনভাবেই এইরকম কর্মকান্ডগুলোকে প্রশ্রয় দিবেন না। আমরা দ্রুততম সময়ের মধ্যে এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই। আমরা চাই আর কোন অসহায় নিরীহ মাকে যেন চোখের জল ফেলতে না হয়। দোষীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ হিন্দু যুব পরিষদ হবিগঞ্জ জেলা শাখার বিভিন্ন কর্মসূচি এবং প্রতিবাদ অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি