স্টাফ রিপোর্টার ॥ সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি নলিনী কান্ত রায় নিরুর সভাপতিত্বে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হবিগঞ্জ টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সুধাংশু সূত্রধর ও পূজা উদযাপন পরিষদ এর হবিগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তুষার মোদক এর পরিচালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, জেলা যুবলীগ সভাপতি ও নবনির্বাচিত পৌর মেয়র আতাউর রহমান সেলিম, পৌর আওয়ামী লীগ সভাপতি নীলাদ্রি শেখর পুরকায়স্থ টিটু, প্রেস ক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, হবিগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জগদীশ চন্দ্র মোদক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, ডাঃ অসিত রঞ্জন দাশ, হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, অ্যাডভোকেট অহিন্দ্র দত্ত চৌধুরী, হীরেন্দ্র দত্ত, অ্যাডভোকেট রঞ্জু দত্ত, অ্যাডভোকেট সুধাংশু সূত্রধর, অনুপ কুমার দেব মনা, স্বপন লাল বণিক, ইসকন অধ্যক্ষ উদয় গৌর দাস ব্রহ্মচারী, পূজা উদজাপন পরিষদ হবিগঞ্জ পৌর শাখার সভাপতি পাথ প্রতীম দাশ, সদর উপজেলা পূজা উদজাপন পরিষদ এর সাধারণ সম্পাদক অলক কুমার চন্দ, অ্যাডভোকেট অর্জুন রায়, অমিয় রায়, প্রদীপ দাশ সাগর, রজত রায়, কৌশিক আর্চায্য পায়েল, বিজন দাশ, সনাতন বিদ্যার্থী সংসদ এর সভাপতি রাহুল চক্রবর্তী, সুমন গোপ, পান্না শীল, প্রিয়াঙ্কা সরকার, রাহুল দাসগুপ্ত, বিশ্বজিৎ রায়, উজ্জ্বল বণিক প্রমুখ।
মানববন্ধনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সকল পর্যায়ের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ইসকন হবিগঞ্জ, শ্রীকৃষ্ণ মহিমা প্রচার সংঘ, সনাতন বিদ্যার্থী সংসদ, হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোট, হিন্দু যুব পরিষদ, হিন্দু ছাত্র পরিষদ, হবিগঞ্জ অবস্থানরত শাল্লাবাসীসহ প্রায় ১০টি সংগঠন একাত্মতা প্রকাশ করেন। বক্তারা অনতিবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে বিচার সম্পন্ন করার জোর দাবি জানান।