স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের রেন্জার বাড়ির বাসিন্দা, মিলিটারি হাবিলদার, মুক্তিযোদ্ধা প্রশিক্ষক ও যুদ্ধকালীন ৩নং সেক্টরের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আলীর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। বুধবার ঢাকার মিরপুর-১৪ স্টাফ কোয়ার্টার মসজিদে সকাল সাড়ে ৮টায় মরহুমের ১ম জানাজার নামাজ এবং ওই দিন বিকেলে মরহুমের জন্মস্থান পইলে ২য় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজার নামাজের পূর্বে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আলী গত ১৬ মার্চ দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে মোঃ মহিউদ্দিন আহমেদ বকুল অস্ট্রেলিয়া, ছোট ছেলে মশিউর রহমান মিরন লন্ডন প্রবাসী এবং কন্যা ফেরদৌস আরা বেগম ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরিরত। মুক্তিযুদ্ধ পরবর্তীকালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগপ্রাপ্ত হয়ে সেখান থেকেই অবসর গ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী হবিগঞ্জের স্বনামধন্য চিকিৎসক মরহুম ডাঃ আবুল হাশেমের চাচাত ভাই।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com