স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলীর বাসিন্দা মৃত রহমত আলীর পুত্র কাজল মিয়া (২০) ও বানিয়াচং উপজেলার বাসিন্দা কিরণ চন্দ্র দাশের পুত্র সাগর চন্দ্র দাশ (২৩)। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে হবিগঞ্জ শহরসহ বিভিন্ন জেলায় চুরির একাধিক মামলা রয়েছে। এতোদিন তারা আত্মগোপনে ছিল। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com