স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকা থেকে আন্তঃজেলা চোর চক্রের গডফাদার জুয়েল মিয়াকে (২২) অবশেষে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল বুধবার বিকেলে ডিবির এসআই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সে ওই এলাকার বাসিন্দা আলী হোসেনের পুত্র।
পুলিশ জানায়, জুয়েল দীর্ঘদিন ধরে এলাকায় একটি সিন্ডিকেট তৈরি করেছে। প্রায়ই বাসা বাড়ি থেকে জানালার গ্রিল কেটে স্বর্ণালংকার, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। দীর্ঘদিন ধরে জুয়েল চুরি করে আসছে। কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায় না। গতকাল উর্ধ্বতন পুলিশের নির্দেশে ডিবি অভিযান চালিয়ে তাকে আটক করে। এ বিষয়ে ডিবির ওসি আল আমিন জানান, জুয়েলকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদ চলছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com