স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের জন্য প্রচারণায় নেমেছেন সাবেক সংসদ সদস্য ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল। গতকাল বুধবার রাতে তিনি শহরের ঘাটিয়া এলাকায় নৌকা প্রতীকের পক্ষে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তিনি গণমানুষের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনিত প্রার্থী আতাউর রহমান সেলিমকে নৌকায় ভোট দেয়ার জন্য পৌরবাসীর প্রতি অনুরোধ জানান।
নারী নেত্রী অপু উকিল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। এ সরকার অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠা করেছেন। আতাউর রহমান সেলিম আওয়ামী লীগেরই একজন প্রতিনিধি হিসাবে নির্বাচনে এসেছেন। উন্নয়ন ও অসাম্প্রদায়িক চেতনা অব্যাহত রাখতে তাকে ভোট দিয়ে নির্বাচিত করুন।
নীহার রঞ্জন সরকারের সভাপতিত্বে উঠান বৈঠকে সাবেক পৌর চেয়ারম্যান ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এবং জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার বিশেষ অতিথি’র বক্তৃতা করেন।
পরে নারী নেত্রী অপু উকিল মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেত্রীদের নিয়ে ঘাটিয়া এলাকায় গণসংযোগ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com