এনামুল হক সেলিমের সমর্থনে পৌর এলাকা চষে বেড়াচ্ছে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট এনামুল হক সেলিমের সমর্থনে হবিগঞ্জ পৌর এলাকায় মাঠ-ঘাট চষে বেড়াচ্ছে বিএনপির কেন্দ্রীয় নেতারা। সকাল থেকে রাত পর্যন্ত পথসভা, গণসংযোগ ও নির্বাচনী সভা করেছেন। বুধবার রাতে শহরের ৬নং ওয়ার্ড ইনাতাবাদে বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। আব্দুর রাজ্জাক বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হোসেন জীবন, কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ।
সভায় বক্তব্য রাখেন বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট মোঃ এনামুল হক সেলিম, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, ডাঃ আহমুদুর রহমান আবদাল, মোঃ আব্বাছ উদ্দিন, সদর থানা বিএনপির আহ্বায়ক এনামুল হক, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, সর্দার এম এ মন্নান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, জেলা বিএনপি নেতা মহিবুল ইসলাম শাহীন, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, সৈয়দ মুশফিক আহমেদ, অ্যাডভোকেট আব্দুল জলিল, মর্তুজা আহমেদ রিপন, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, মিজানুর রহমান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন প্রমুখ।
সভায় এজেডএম জাহিদ হোসেন বলেন, আগামী ২৮ তারিখে আপনারা নির্ভয়ে ভোট দিতে পারলে ধানের শীষের বিজয় হবে। আজকে নেতাকর্মীদের শপথ করতে হবে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন ২৮ ফেব্রুয়ারি ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। যাতে করে কেউ জোরপূর্বক ভোট দিতে না পারে। গণতন্ত্র রক্ষায় ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তিনি এনামুল হক সেলিমকে ভোট দেয়ার আহ্বান জানান।