স্টাফ রিপোর্টার ॥ গতকাল বুধবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে হবিগঞ্জ জেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন ২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তওহীদ আহমেদ সজল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী, বিজিবি ৫৫ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সামিউন্নবী চৌধুরী, জালালাবাদ ক্যান্টনমেন্ট এর ১৭ পদাতিক ডিভিশন লেফটেন্যান্ট কর্ণেল খান, পুলিশ সুপারের প্রতিনিধি, বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ, সরকারি কর্মকর্তা, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ। সভায় আগামী ৩ মার্চ সকাল ৮টায় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত হবে মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com