উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় ভূয়া রাজস্ব স্ট্যাম্প, ভূয়া কোর্ট ফি তৈরি করে বিক্রির অপরাধে বিল্লাল হোসেন (২৮) নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন নবীগঞ্জ থানার একদল পুলিশের সহযোগিতায় বিভিন্ন স্ট্যাম্প ভেন্ডার ও দোকানে অভিযান পরিচালনা করেন। এসময় নকল সনাক্তকরণ মেশিন দিয়ে ভূয়া রেভিনিউ স্ট্যাম্প, ভূয়া কোর্ট ফি বিক্রির প্রমাণ পাওয়ায় বিল্লাল হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন- রাজস্ব ফাঁকি দিয়ে ভূয়া স্ট্যাম্প ও কোর্ট ফি তৈরি করে বিক্রি করে আসছে একটি প্রতারক চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একজনকে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com