স্টাফ রিপোর্টার ॥ বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম থেকে সৈয়দ জাহিদুল ইসলামকে বাদ দেয়ার জন্য হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন হবিগঞ্জ সদর উপজেলার সাবেক কমান্ডার ও হবিগঞ্জ সদর উপজেলা যাচাই-বাছাই কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল সহিদ। তিনি গত ২৭ জানুয়ারি এ আবেদন করেন। লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম-২০২১ পরিচালনার জন্য উপজেলা যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির সভাপতি হিসেবে সৈয়দ জাহিদুল ইসলামকে মনোনীত করা হয়। সৈয়দ জাহিদুল ইসলামের সভাপতিত্বে হবিগঞ্জ সদর উপজেলায় যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হলে যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে তিনি আশংকা করছেন। এ অবস্থায় সৈয়দ জাহিদুল ইসলামকে উপজেলা কমিটির সভাপতি পদ থেকে বাদ দিয়ে অন্য যে কোন একজন বীর মুক্তিযোদ্ধাকে সভাপতি মনোনয়ন প্রদান করে বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনার ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানান তিনি।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন রুবেল এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আবেদন পেয়েছি। তবে সেটি দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com