অদক্ষ, অযোগ্য, দুর্নীতিগ্রস্ত নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল ৬ জানুয়ারি বুধবার দুপুর ১২টায় জেলা নির্বাচন অফিসের সামনে হবিগঞ্জ জেলা বামজোটের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। কমিউনিস্ট পার্টি- সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তীর সভাপতিত্বে ও জেলা বাসদ (মার্কসবাদী) সংগঠক শফিকুল ইসলামের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিপিবি নেতা চৌধুরী মুহিন্নুর ইমরান, বিষ্ণু সরকার, মো: আহাদ মিয়া, অভিনাশ সরকার, মো: মঞ্জিল মিয়া, কাজল চক্রবর্তী, ছাত্রনেতা বাপন পাল, সালাউদ্দিন এমরান, অনিন্দ্য হাসান চৌধুরী প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, শাসকগোষ্ঠী ক্ষমতায় টিকে থাকার জন্য তাবেদার নির্বাচন কমিশনকে দিয়ে জাতীয় নির্বাচন সহ বিভিন্ন নির্বাচনে সাধারণ জনগণের ভোট কেড়ে নিয়েছে। মানুষ নাগরিক অধিকার থেকে বঞ্চিত। তাই এই কমিশনকে পদত্যাগে বাধ্য করাতে হবে। এজন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে লড়াই সংগ্রাম করার আহ্বান জানান তারা। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com