স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ১ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ পেশাদার ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলো- মাধবপুর উপজেলার দুর্গাপুর পুর্বপাড়ার মন্জুর আলীর ছেলে রাব্বানী আহমেদ অপু (২৮) ও মোঃ সৈয়দ মিয়ার ছেলে নুর মোহাম্মদ (২৩)।
র্যাব জানায়, গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল মেজর আহমেদ নোমান জাকি ও এএসপি আফসান-আল-আলম এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন ৪নং আদাঐর ইউনিয়ন পরিষদের মেইনগেট এর সামন থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত দুজনের কাছ থেকে ১৬০৩ পিস ইয়াবা জব্দ করা হয়।
আটক দুজনের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে মাধবপুর থানায় সোপর্দ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com