উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের পল্লীতে ভোরবেলা হাঁড়ি-পাতিল নিয়ে পুকুরে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন এক নারী।
স্থানীয় সূত্র জানায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামলীপাড় গ্রামের সমছু মিয়া প্রায় ১২ বছর পূর্বে বিয়ে করেন একই উপজেলার দীঘলবাক ইউনিয়নের নতুর কসবা গ্রামের খাদিজা বেগমকে। দাম্পত্য জীবনে তাদের ৩ সন্তান রয়েছে। গতকাল বুধবার ভোরবেলা খাদিজা বেগম হাঁড়ি-পাতিল নিয়ে বাড়ির পাশে পুকুরে যান। খন্টাখানেক পরও খাদিজা ঘরে না ফেরায় স্বামী সমছু মিয়াসহ গ্রামবাসী তাকে খুঁজতে থাকেন। কিন্তু কোথাও তাকে খুঁজে না পেয়ে সন্দেহ হয় তিনি পুকুরে ডুবে মারা গেলেন কি-না। এ সন্দেহ থেকে সকাল ৯টায় পুকুরে জাল ফেলে খোঁজাখুঁজি করলে খাদিজার লাশ জালে ধরা পড়ে। মায়ের লাশ দেখে খাদিজার ৩ শিশুসন্তান কান্নায় ভেঙ্গে পড়ে।
স্বামী সমছু মিয়া ও গ্রামবাসী জানান, খাদিজা বেগম বেশ কয়েকদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নবীগঞ্জের পল্লীতে ভোরবেলা বাসনপত্র নিয়ে পুকুরে গিয়ে এক নারী নিখোঁজ ॥ জাল ফেলে পুকুর থেকে লাশ উদ্ধার
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com