উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ থানা পুলিশের রাতভর সাড়াশি অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল উপজেলার মুড়াউড়া এলাকার শেখ আব্দুল কুদ্দুসের ছেলে শেখ আবুল হোসেন, কামারগাও এলাকার তালেব আলীর ছেলে মোঃ মন্নান মিয়া, সাদল্লাপুর এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে ময়নুল মিয়া, একই গ্রামের মৃত রফিজ উল্লাহর ছেলে রকিব উল্লা ও লেছু মিয়ার ছেলে বাছিত মিয়া এবং সদরঘাট এলাকার মৃত সুলেমান মিয়ার ছেলে জুবায়ের মিয়া।
মঙ্গলবার নবীগঞ্জ থানা পুলিশের কয়েকটি টিম অভিযান পরিচালনা করে পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com