এমপি মিলাদ গাজী’র মানবিক উদ্যোগ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-১ নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজীর উদ্যোগে সড়ক দুর্ঘটনায় বা অন্য কোন কারণে পা হারানো শারীরিক প্রতিবন্ধী ১শ’ লোককে কৃত্রিম পা সংযোজন করে দেয়া হবে। মিলাদ গাজী এমপির প্রচেষ্টার ফলে সমাজকল্যাণ মন্ত্রণালয় এ খাতে বিশেষ বরাদ্দ প্রদান করেছে। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। নবীগঞ্জ-বাহুবলের বাসিন্দা যারা পা হারিয়ে শারীরিক প্রতিবন্ধী হিসেবে মানবেতর জীবন যাপন করছেন তাদেরকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবিসহ এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বরাবরে আবেদন করতে হবে। অনুমোদনের পর ঢাকার মিরপুরস্থ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে গিয়ে পায়ের পরিমাপ দিয়ে আসতে হবে। পরে পা তৈরি করে সংযোজন করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com