এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। নির্বাচনে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, সাবেক চেয়ারম্যান বদরুল করিম দুলাল (নৌকা), স্বতন্ত্র ফয়জুল ইসলাম ফজল (চশমা), স্বতন্ত্র মোঃ তাজুল ইসলাম ফরিদ (ঘোড়া), স্বতন্ত্র কামরুল হাসান রূপক (আনারস) ও স্বতন্ত্র প্রার্থী উসমান গনি (মোটর সাইকেল)। গতকাল দুপুরে ইউনিয়নের ১০টি কেন্দ্রে ব্যালট পেপারসহ ভোট গ্রহণের সকল সরঞ্জাম কঠোর নিরাপত্তার পৌছানো হয়েছে। প্রিসাইডিং, সহকারি প্রিসাইডিং অফিসারগণও কেন্দ্রগুলোতে পৌছে গেছেন। নির্বাচনে র্যাব, পুলিশ, আনসার বিজিপিসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরণের পদক্ষেপ নেয়া হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে। ইউনিয়নে ভোটার সংখ্যা ১৬ হাজার ৫৩৯ জন। ভোট কেন্দ্র ১০টি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com