সম্প্রতি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রতিটি পরিবারকে ৫০ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেন জামায়াতের সেক্রেটারী জেনারেল সাবেক এমপি মিয়া মোঃ গোলাম পরওয়ার। বুধবার সকালে তিনি নবীগঞ্জ উপজেলায় নিহতদের বাড়িতে যান, সকলের কবর জিয়ারত করেন এবং মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া মোঃ গোলাম পরওয়ার, জামায়াতের কেন্দ্রীয় শুরা ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমীর মোঃ ফখরুল ইসলাম, হবিগঞ্জ জেলা আমীর মোঃ আব্দুর রহমান, সিলেট মহানগরীর সাবেক নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন, হবিগঞ্জ জেলা নায়েবে আমীর মাওলানা মুখলিসুর রহমান, সিলেট মহানগর সেক্রেটারী মোঃ শাহজাহান আলী, হবিগঞ্জ জেলা সেক্রেটারী কাজী মহসিন আহমদ, সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট নজরুল ইসলাম ও কাজী আব্দুর রউফ বাহার, নবীগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, নবীগঞ্জ উপজেলা আমীর ইসমাইল হোসেন, ইউপি সদস্য জাহেদ আহমদ ও সাবেক ইউপি সদস্য আশরাফ আলী প্রমূখ।
জামায়াতের সেক্রেটারী জেনারেল সাবেক এমপি মিয়া মোঃ গোলাম পরওয়ার বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতরা আমাদেরই স্বজন। তাদের অসহায় পরিবারের দিকে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের ভরন পোষনের ব্যাপারে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সামর্থ অনুযায়ী আর্ত মানবতার কল্যাণে অতীতে যেভাবে দাঁড়িয়েছিল, বর্তমানেও মানবতার কল্যাণে পাশে আছে এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে পাশে থাকবে ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com