স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সাগরদীঘির দক্ষিণ পাড়ে শীতের পোষাক কিনে না দেয়ায় মায়ের সাথে অভিমান করে হাসান মিয়া (১৩) নামের এক কিশোর ইদুরের ওষুধ খেয়ে মৃত্যুবরণ করেছে। গত বৃহস্পতিবার বিকেলে তার মাকে শীতের পোষাক কিনে দিতে বায়না করে। অভাব অনটনের সংসারে চাহিদা অনুযায়ী শীতের পোষাক কিনে দিতে না পারায় সে ঘরে থাকা ইদুরের ওষুধ খেয়ে ফেলে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ওইদিন রাত ১২টার দিকে সে মারা যায়। গতকাল শুক্রবার সকালে সদর থানার এসআই আলমগীর হোসেন লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com