স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে ট্রাফিক ও সদর মডেল থানা পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে শতাধিক টমটম, ব্যাটারী চালিত অটোরিকশা ও সিএনজিসহ বিভিন্ন যানবাহন আটক করেছে। সংবাদ সম্মেলনে মোটর মালিক গ্রুপের হুশিয়ারির পর এসব অভিযান করা হচ্ছে। এদিকে সিএনজি মালিক শ্রমিকরাও পাল্টা হুশিয়ারি দিয়েছেন। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। গতকাল রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে প্রশাসন অবৈধ সিএনজি অটোরিকশা ও টমটম ধরতে অভিযানে নামে এবং উল্লেখিত সংখ্যক অবৈধ যান আটক করে। সিএনজি শ্রমিক ও মালিকরা জানিয়েছেন এরকমভাবে প্রতিদিন আটক করা হলে তারাও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন। ট্রাফিক ইন্সপেক্টর বলছেন, অবৈধ সকল যানবাহন আটক করা হবে। কাগজপত্র সঠিক না হলে গাড়ি আটকানো অব্যাহত থাকবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com