মক্রমপুর গ্রামে গণসংবর্ধনা অনুষ্ঠানে এমপি মজিদ খান
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন- এলাকার উন্নয়নকে প্রাধান্য দিয়ে রাজনীতি করছি। আমার নির্বাচনী এলাকা বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলার কোন এলাকায় কি করতে হবে তা আমি অবগত রয়েছি। নির্বাচিত হওয়ার পর জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় বানিয়াচং আজমিরীগঞ্জে স্বাধীনতার পর সর্বোচ্চ উন্নয়ন করেছি আমি। গতকাল রবিবার বিকেলে বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের মক্রমপুর নাগরিক কমিটির উদ্যোগে তাঁকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এমপি মজিদ খান আরো বলেন- নির্বাচিত হওয়ার পর মক্রমপুর ইউনিয়নের রাস্তাঘাট নির্মাণ, বিদ্যুতায়ন, বিভিন্ন স্কুলের বিল্ডিং নির্মাণ করেছি। মক্রমপুর গ্রামে বিদ্যুতের আলো পৌছে দিয়েছি। স্কুলের ভবন নির্মাণ করেছি। ভবিষ্যতে গ্রামের যে সকল উন্নয়ন কাজ বাকি রয়েছে তা সম্পন্ন করবো। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাবেক বিমান বাহিনীর কর্মকর্তা তাজুল ইসলাম লিটনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজম্মুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউপি চেয়ারম্যান মোঃ আহাদ মিয়া, সাবেক চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া চৌধুরী। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজিদ আলী তালুকদার, সহ সভাপতি নুর মিয়া তালুকদার, আলাউদ্দিন সর্দার, চিনু মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী, সুবিদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সামছুল হক আখঞ্জী, মক্রমপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুর রউফ, আওয়ামী লীগ নেতা টিপু সুলতান, বিল্লাল হোসেন, আজমান আলী মেম্বার, সাবেক মেম্বার আলী হায়দার, আমীর আলী, মন্নান মিয়া, নুরুল আমিন, ব্যবসায়ী আহাদ মিয়া, লিটন মিয়া, ফুল মিয়া, আবুল কাশেম খান প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের হাতে ফুলের তোড়া দিয়ে শেখ নুরুল আমিন, শেখ মোঃ আহাদ মিয়া, তাজেল মিয়া আওয়ামী লীগে যোগদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও অতিথিদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com