স্বপন বণিক, আজমিরীগঞ্জ থেকে \ আজমিরীগঞ্জে ১৫ লিটার চোলাই মদ সহ খোকন মিয়া (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। পরে আটক খোকন মিয়াকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খাঁনের ভ্রাম্যমান আদালতে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় আজমিরীগঞ্জ থানার এসআই বিদ্যুৎ কুমার দাস আজমিরীগঞ্জ-কাকাইলছেও রোড থেকে কাকাইলছেও ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা মৃত মোক্তার মিয়ার ছেলে খোকন মিয়াকে ১৫ লিটার চোলাই মদ সহ আটক করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খাঁনকে বিষয়টি অবগত করা হলে তিনি সরজমিনে ঘটনাস্থলে হাজির হন। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটক খোকন মিয়াকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ইউএনও মতিউর রহমান খাঁন।
এ বিষয়ে ইউএনও মতিউর রহমান খাঁন বলেন, বর্তমান প্রজন্মকে মাদকের ভয়াল করাল গ্রাস থেকে বাঁচাতে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com