মাধবপুর প্রতিনিধি \ হবিগঞ্জের মাধবপুরে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার ধর্মঘর ক্যাম্পের সুবেদার আবু বক্করের নেতৃত্বে একদল বিজিবি সদস্য গন্দবপুর গ্রামে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও ৩৩০ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো গন্দবপুর গ্রামের মৃত গেদু মিয়ার ছেলে মোঃ মঞ্জুর আলী (৩৮) ও একই গ্রামের মৃত মিন্টু মিয়ার ছেলে সোহেল রানা (২৫)।
সুবেদার আবুবক্কর জানান, শুক্রবার দুপুরে বিজিবি’র নিজস্ব গোয়েন্দা (বিএসবি) ও সিভিল সোর্সের মাধ্যমে খবর পেয়ে গন্দবপুর গ্রামের মঞ্জুর আলীর বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকায় মঞ্জুর আলী ও সোহেল রানাকে আটক করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com