স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, হবিগঞ্জে রাতের বেলা প্রতীমা বিসর্জন হলেও কোন দুর্ঘটনা ঘটেনি। কারণ আমাদের মাঝে রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি। আছে একে অন্যের মাঝে ভ্রাতৃত্ববোধ। এখানকার সকল ধর্মের মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে জীবন-যাপন করি। সাম্প্রদায়িক সম্প্রীতি হবিগঞ্জের ঐতিহ্য। এই ঐতিহ্য ধরে রাখতে হবে।
গতকাল সোমবার রাতে হবিগঞ্জ শহরের খোয়াই মুখ এলাকায় শারদীয় দুর্গোৎসবের প্রতীমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, দুর্গাপূজা চলাকালে প্রতিটি পাড়া-মহল্লার মন্ডপগুলোতে প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং জনপ্রতিনিধিরা হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থেকেছেন। যে কারণে এত বড় উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এটা শুধু আওয়ামী লীগের আমলেই সম্ভব হয়েছে। আওয়ামী লীগ উন্নয়নের দল, আওয়ামী লীগ গণমানুষের দল। দেশের স্বার্থে সকলকে নৌকার পাশে থাকা উচিত।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছেন সকল ধর্মের মানুষ। এদেশে কোন সাম্প্রাদিয়ক শক্তি স্থান পাবে না। সেই লক্ষ্যে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
হবিগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ পার্থ প্রতীম দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তুষার মোদকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান, এনএসআই’র উপ পরিচালক আজমল হোসেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জগদীশ চন্দ্র মোদক, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নলিনী কান্ত রায় নিরু, সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু প্রমুখ।
অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com