স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শ্মশানঘাট এলাকা থেকে গাঁজাসহ আজমিরীগঞ্জ ও বানিয়াচঙ্গের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প। আটককৃতরা হলো আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের মৃত হিরণ আলীর ছেলে মোঃ ইমান আলী (৫০) ও বানিয়াচং উপজেলা সদরের আলী আকবর মিয়ার ছেলে মোঃ সেলিম মিয়া (২৫)।
র্যাব সূত্র জানায়, র্যাব জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা হতে মাদক সংগ্রহ করে সিএনজি যোগে হবিগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে পাইকারী/খুচরা বিক্রয় করে আসছে। বিষয়টি নিশ্চিত হয়ে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে একটি আভিযানিক দল গতকাল দুপুরে হবিগঞ্জ শহরের বাইপাস রোডের আনোয়ারপুর পয়েন্টে পালকী কমিউনিটি সেন্টারের সামনে অভিযান পরিচালনা করে ইমান আলী ও সেলিম মিয়াকে সিএনজি সহ আটক করা হয়। তাদের হেফাজতে থাকা সিএনজি তল্লাশী করে ২০ কেজি গাঁজা ও মাদক বিক্রর নগদ ৫ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের মূল্য ৯ লাখ ৫ হাজার টাকা বলে জানায় র্যাব।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com