বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং সংবাদপত্র হকার্স সমিটির কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে গিয়াস উদ্দিন চৌধুরীকে সভাপতি ও মো: মোস্তাকিম মিয়াকে সেক্রেটারি করে ২১ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদি কমিটির অনুমোদন দিয়েছেন জেলা নেতৃবৃন্দ। এ উপলক্ষে শনিবার নতুন বাজারস্থ দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার বানিয়াচং কার্যালয়ে সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। জেলা সংবাদপত্র হাকর্স সমিতির সভাপতি কামাল উদ্দিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সবুজের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন ফ্রিল্যান্স সাংবাদিক দেওয়ান শোয়েব রাজা, ডেইলি ট্র্রাইব্যুনাল পত্রিকার জেলা প্রতিনিধি ইমদাদুল হোসেন খান, দৈনিক সমকাল পত্রিকার বানিয়াচং প্রতিনিধি ও দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন, দৈনিক মানবজমিন বানিয়াচং প্রতিনিধি মখলিছ মিয়া, তরঙ্গ টোয়েন্টিফোর ডটকম’র সম্পাদক হাফেজ শিব্বির আহমেদ আরজু, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি তানজিল হাসান সাগর প্রমুখ। পরে আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করেন জেলা সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি কামাল উদ্দিন খান। কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহসভাপতি বাপ্পন চন্দ্র দেব, সহসভাপতি কামরুল হাসান কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন, দপ্তর সম্পাদক রেতু মিয়া, কোষাধ্যক্ষ তায়েফ আহমেদ, প্রচার সম্পাদক কামরুল হাসান। সদস্য হিসেবে রাখা হয়েছে- মোজাহিদ মিয়া, নূর উদ্দিন, মিঠুন ঘোষ, নজরুল মিয়া, শাহিন ইসলাম দিপু, মিরজাহান মিয়া, আশিক মিয়া, শাহিন মিয়া, রুবেল মিয়া, রিকন মিয়া, পারভেজ আহমদ ও আমির আলীকে। অনুষ্ঠানে জেলা সংবাদপত্র হকার্স সমিতির নেতৃবৃন্দ ছাড়াও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com