স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার কামড়াপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে কলেজছাত্রী। এ বিষয়ে সদর থানায় জিডি করেও নিরাপত্তা পাচ্ছে না মেয়েটি ও তার পরিবার। উল্টো বখাটে ও তার লোকজন ওই ছাত্রীর বাড়িতে হামলা, ভাংচুর করেছে।
অভিযোগে জানা যায়, শহরের কামড়াপুর এলাকার এক কলেজ ছাত্রীকে প্রেম নিবেদনের নামে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন একই এলাকার দুবাই প্রবাসী বিবাহিত আব্দুল্লাহ বিন ইমরান। তিনি প্রবাসে থেকেও ওই ছাত্রী ও তার মাকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখান। সম্প্রতি তিনি দেশে এসে ওই ছাত্রীকে হুমকি দিলে গত ৩ সেপ্টেম্বর সদর থানায় জিডি করা হয়। জিডি করার ঘটনায় প্রবাসী আব্দুল্লাহ আরও ক্ষিপ্ত হয়ে উঠেন এবং গত মঙ্গলবার নিজের লোকজনকে নিয়ে ওই ছাত্রীর বাড়িতে হামলা চালান। এ সময় মা মেয়ে স্থানীয় এক নারীর সহযোগিতায় পালিয়ে আত্মরক্ষা করেন। এদিকে হামলাকারীরা ওই ছাত্রীর ঘরে থাকা আসবাবপত্র ভাংচুর করে এবং স্বর্ণালঙ্কারসহ জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com