স্টাফ রিপোর্টার ॥ ধুলিয়াখাল-কামড়াপুর বাইপাস সড়কে ভাঙ্গারপুল মসজিদ সংলগ্ন স্থান থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে স্থানীয়রা জানান বেপরোয়া একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় ফায়ার সার্ভিসের একটি টিম লাশ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। ওই অজ্ঞাত যুবক মানসিক রোগী হিসেবে কয়েকদিন ধরে ওই এলাকায় ঘোরাফেরা করছিল। গতকাল ওই সময় মসজিদের পাশে দাঁড়িয়ে থাকলে একটি সিএনজি তাকে চাপা দেয়। স্থানীয়রা ধাওয়া করলে সিএনজি রেখে চালক পালিয়ে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ খান্দুরা দরবার শরীফ নামে একটি সিএনজি আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে অভিজিৎ ভৌমিক জানান, ঘটনাস্থলে গিয়ে সিএনজিটি নিয়ে আসা হয় এবং চালককে ধরতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত আছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। স্থানীয়রা জানান সে সড়ক দুর্ঘটনায় মারা গেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com