চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পারকুল চা বাগানের শ্রমিকরা চা শ্রমিকদের মজুরী বৃদ্ধি ও দূর্গাপূজার আগে বকেয়া বোনাস প্রদান সহ নতুন চুক্তি সম্পাদনের দাবিতে পারকুল চা বাগান পঞ্চায়েত কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত নাচঘর দূর্গা মন্দির প্রাঙ্গণে মানববন্ধন ও ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে। পারকুল বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি রিপন দেব তপন এর সভাপতিত্বে মানববন্ধন ও কর্মবিরতি সভায় বক্তব্য রাখেন চুনারুঘাট রিপোটার্স ইউনিটির জয়েন্ট সেক্রেটারী ফারুক মাহমুদ, বালিশিরা ভ্যালীর উপদেষ্টা সমর লাল চৌহান, বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মীরেন ভৌমিজ, পারকুল বাগান পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি গিরিধারী চৌহান, সাবেক সভাপতি অজিত রাজভল্লব, সাবেক সভাপতি প্রদীপ বুনার্জী, বাগান পঞ্চায়েত কমিটির মহিলা নেত্রী রেনু তাঁতী, ললিতা তাঁতী, নমিতা বুনার্জীসহ বাগান পঞ্চায়েত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় চা শ্রমিকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বাগান পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ বলেন, নতুন চুক্তি অনুযায়ী নতুন বোনাস ও এরিয়ার দুর্গাপূজার আগে চা শ্রমিকদের মাঝে প্রদান করতে হবে। এই দাবি না মানলে অনতিবিলম্বে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।