নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ইনাতগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগে এক ইউপি সদস্যের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন গ্রামবাসী। ইনাতগঞ্জ ইউপি সদস্য আজিম উদ্দিন ও যুবদল নেতা নূর আলীর বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানীসহ নানা অভিযোগে ওই ইউনিয়নের প্রজাতপুর গ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার বিকেলে প্রজাতপুর জনকল্যাণ যুব সংঘ সংগঠনের ব্যানারে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ বাবলা হোসাইনের সভাপতিত্বে এতে অংশ নেন সহ-সভাপতি রাশিদুল ইসলাম, রুমান হুসাইন আলকাই, সেবলু আহামেদ, সাধারণ সম্পাদক সিতার আলী, পাবেল আহমেদ, কোষাধক্ষ ইব্রাহীম আলী, বুলবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক বেলাল আহমেদ, হাবিবুর রহমান প্রমূখ। এছাড়া গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন- স্থানীয় যুবদলের সহ সভাপতি আজিম উদ্দিন ইউপি সদস্য হওয়ার পর থেকে যুবদলের সভাপতি নুর আলীসহ একটি মামলাবাজ চক্র বেপরোয়া হয়ে উঠেছে। তারা সাধারণ মানুষকে বিভিন্নভাবে ফাঁদে ফেলে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে গিয়ে শেষ করেন আন্দোলনকারীরা।