বাংলাদেশ কৃষক লীগ হবিগঞ্জ জেলা শাখার বিশেষ বর্ধিত সভা গতকাল শনিবার সকাল দশটায় টাউন হল রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা কৃষক লীগ সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মুক্তার হোসেন বেনুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সহ সভাপতি হাজী আব্দুল হেকিম, তারেক উদ্দিন সুমন, আতাউর রহমান বাবুল, শাহজাহান চৌধুরী সেজু, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমীন ওসমান, আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক শামাল হোসেন, মহিবুল হাসান তালুকদার কাউছার, অর্থ সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক শেখ আজমান মিয়া, আইন বিষয়ক সম্পাদক শাহ আলম সরওয়ার, ত্রাণ বিষয়ক সম্পাদক কামাল আহমেদ লাল মিয়া, কুটির শিল্প বিষয়ক সম্পাদক হামিদুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজল আহমেদ, কৃষি পণ্য বিষয়ক সম্পাদক চন্দন রায়, সহ প্রচার সম্পাদক জাহির উদ্দিন হারুন, অ্যাডভোকেট সুলতান, রাসেল পারভেজ, অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম, ইমরুল হাসানসহ প্রতিটি উপজেলা এবং পৌরসভা কৃষক লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।
সভায় বাংলাদেশ কৃষক লীগ হবিগঞ্জ জেলা শাখার প্রতিটি উপজেলা ও পৌরসভায় সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া প্রতিটি ইউনিটের সম্মেলনের তারিখ নির্ধারণের পাশাপাশি শায়েস্তাগঞ্জ পৌর কৃষক লীগের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে হুমায়ুন কবীর রেজা বলেন, আওয়ামী লীগ সরকার বরাবরই কৃষক বান্ধব। সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছে হবিগঞ্জ জেলা কৃষক লীগ। প্রতিটি অঞ্চলে কৃষক লীগ সংগঠিত। এই ধারা অব্যাহত রাখতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার আহবান জানিয়েছেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com